বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। এতে বহু হতাহতের খবর আসছে। এমন পরিস্থিতিতে সরকার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষার্থীসহ সব অভিভাবককে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
রবিবার (৪ আগষ্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জায়গায় ‘জঙ্গি’ হামলা হচ্ছে। হামালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং নিশ্চিত করেছে।