জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বেলা ৩টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছিল।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ আল্টিমেটাম দেন দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজ বেলা ৩টার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে ঘোষণা না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বেলা ৩টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছিল।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ আল্টিমেটাম দেন দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজ বেলা ৩টার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে ঘোষণা না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত