আবু সাঈদের জন্য কাঁদলেন ড. ইউনূস

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
আবু সাঈদের জন্য কাঁদলেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের জন্য কাঁদলেন শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবু সাঈদকে স্মরণ করেন। এ সময় তিনি কেঁদে ফেলেন।

বিমানবন্দরে বিকেল পৌনে ৩টার দিকে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এরা (তরুণরা) এ দেশকে রক্ষা করেছে। নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতেত এগিয়ে যেতে পারে।’

গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আবু সাঈদের জন্য কাঁদলেন ড. ইউনূস

আবু সাঈদের জন্য কাঁদলেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের জন্য কাঁদলেন শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবু সাঈদকে স্মরণ করেন। এ সময় তিনি কেঁদে ফেলেন।

বিমানবন্দরে বিকেল পৌনে ৩টার দিকে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এরা (তরুণরা) এ দেশকে রক্ষা করেছে। নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতেত এগিয়ে যেতে পারে।’

গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত