বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইলের লোহাগড়া পৌরসভার উদ্যোগে শান্তি সমাবেশ অনষ্ঠিত হয়েছে। শনিবার (১০আগস্ট) বিকালে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর আমির ইমরান হুসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী জামিরুল হক টুটুলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা সেক্রেটারী মাওঃ উবায়দুল্লাহ কায়সার, সিনিয়র সহকারী সেক্রেটারী আবুল বাশার,জেলা সরা সদস্য মাঃ আলমগীর হুসাইন,উপজেলার আমীর মাওঃ হাদিউজ্জামান,ইমাম পরিষদের সভাপতি মাওঃ শাফায়েত হুসাইন,লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ মাছুম বিল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিগত ১৭ বছরের রাজত্বকালে শেখ হাসিনা সরকার কোন মেধাবী সন্তানকে সরকারি চাকুরি দেয়নি। অত্যাচার, নির্যাতন, নাশকতা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। ফ্যাসিষ্ট এই সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।এক দফা দাবি আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরো বলেন, দেশে আয়না ঘর নামে নতুন একটি অত্যাচারের কক্ষ খোলা হয়েছে। সেই কক্ষে নেতা কর্মীদের আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে।