আওয়ামী ফ্যাসিবাদের দেশজুড়ে ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক হয়ে মূল থেকে পাশ্ববর্তী শেখপাড়া বাজার যায়। তখন শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে শোনা যায়, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।’
বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শেখপাড়া বাজার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আসে। তারপর ছাত্র সমাবেশ শুরু হয়। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট,সহ-সমন্বয়ক নাহিদ হাসান,সাদিয়া মিম ও আব্দুল্লাহ আল নোমান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট বলেন,ষড়যন্ত্রকারীরা ১৫ আগস্টে টার্গেট নিয়ে দেশেকে ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে করতে চাই। এ বিজয় শুধু ছাত্রদের নই। এ বিষয় ছাত্র জনতার। দেশকে ষড়যন্ত্র করে অস্থিতিশীল করতে চাইলে ছাত্র-জনতা এক হয়ে রুখে দেবে।