মুশফিককে নিয়ে প্রথম টেস্টে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মুশফিককে নিয়ে প্রথম টেস্টে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দুটি চার দিনের ম্যাচের প্রথম ম্যাচের ফাঁকে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। যে কারণে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি। তাতে ২১ আগস্ট শুরু হতে যাওয়া জাতীয় দলের প্রথম টেস্টে আগে তার মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়। মাঠে নামার একদিন আগে সেই সংশয় উড়িয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম‌্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তাকে নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া বাকিদের ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমি বিশ্বাস করি বেশিরভাগ খেলোয়াড়রাই ফিট রয়েছে। মুশফিকুর রহিম প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রথমটি আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। সিলেটে নিউ জিল্যান্ডকে মাটিতে নামিয়ে এনে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঢাকাতে জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত পারেনি। পরের সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ায় পিছিয়ে যায় বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ।

আত্মবিশ্বাসী শান্ত এই সিরিজে ভালো করতে মুখিয়ে, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যেটা বললেন, আমি মনে করি আমরা নিউ জিল্যান্ডের বিপক্ষে ভালো একটি সিরিজ খেলেছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করিনি। আমাদের পাকিস্তানের বিপক্ষে ভালো করার সুযোগ রয়েছে। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্টের রেকর্ড একেবারেই নড়বড়ে। ২০০১ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত দুই দল ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে। যেখানে পাকিস্তানের জয় ১২টিতে। বাংলাদেশ কেবল একবারই একটি ম্যাচ ড্র করতে পেরেছিল। অতীতের রেকর্ড নিয়ে বর্তমানের বাংলাদেশ খুব ভাবছে না। শান্ত জানালেন, রেকর্ড পরিবর্তন করা সম্ভব।

‘এটা কেবলই রেকর্ড। রেকর্ড পরিবর্তন আনা যায়। যদিও কাজটা সহজ হবে না। আগেও বলেছি, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। আশা করছি আমরা এবার স্পেশাল কোনো পারফরম্যান্স করবো। খেলোয়াড়রা এখানে খেলতে মুখিয়ে আছে।’

রাওয়ালপিন্ডির উইকেট হবে পেসবান্ধব। ম্যাচ শুরুর ৪০ ঘণ্টা আগে পাকিস্তান নিজেদের একাদশ ঘোষণা করেছে। যেখানে রয়েছে চার পেসার। বিশেষজ্ঞ কোনো স্পিনার নেই। বাংলাদেশ আগামীকাল সকালে উইকেট দেখে একাদশ বাছাই করবে। ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন শান্ত। তবে পরিস্থিতি যেমনই হোক সেটা মুখোমুখিতে আপত্তি নেই তার, ‘টস খুব গুরুত্বপূর্ণ হবে। খেলোয়াড়রা মাঠে নেমে ব্যাটিং ও বোলিংয়ের জন্য প্রস্তুত থাকবে। তবে আমি টস নিয়ে খুব একটা চিন্তিত নই। খেলোয়াড় হিসেবে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মুশফিককে নিয়ে প্রথম টেস্টে নামছে বাংলাদেশ

মুশফিককে নিয়ে প্রথম টেস্টে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দুটি চার দিনের ম্যাচের প্রথম ম্যাচের ফাঁকে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। যে কারণে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি। তাতে ২১ আগস্ট শুরু হতে যাওয়া জাতীয় দলের প্রথম টেস্টে আগে তার মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়। মাঠে নামার একদিন আগে সেই সংশয় উড়িয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম‌্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তাকে নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া বাকিদের ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমি বিশ্বাস করি বেশিরভাগ খেলোয়াড়রাই ফিট রয়েছে। মুশফিকুর রহিম প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রথমটি আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। সিলেটে নিউ জিল্যান্ডকে মাটিতে নামিয়ে এনে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঢাকাতে জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত পারেনি। পরের সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ায় পিছিয়ে যায় বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ।

আত্মবিশ্বাসী শান্ত এই সিরিজে ভালো করতে মুখিয়ে, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যেটা বললেন, আমি মনে করি আমরা নিউ জিল্যান্ডের বিপক্ষে ভালো একটি সিরিজ খেলেছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করিনি। আমাদের পাকিস্তানের বিপক্ষে ভালো করার সুযোগ রয়েছে। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্টের রেকর্ড একেবারেই নড়বড়ে। ২০০১ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত দুই দল ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে। যেখানে পাকিস্তানের জয় ১২টিতে। বাংলাদেশ কেবল একবারই একটি ম্যাচ ড্র করতে পেরেছিল। অতীতের রেকর্ড নিয়ে বর্তমানের বাংলাদেশ খুব ভাবছে না। শান্ত জানালেন, রেকর্ড পরিবর্তন করা সম্ভব।

‘এটা কেবলই রেকর্ড। রেকর্ড পরিবর্তন আনা যায়। যদিও কাজটা সহজ হবে না। আগেও বলেছি, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। আশা করছি আমরা এবার স্পেশাল কোনো পারফরম্যান্স করবো। খেলোয়াড়রা এখানে খেলতে মুখিয়ে আছে।’

রাওয়ালপিন্ডির উইকেট হবে পেসবান্ধব। ম্যাচ শুরুর ৪০ ঘণ্টা আগে পাকিস্তান নিজেদের একাদশ ঘোষণা করেছে। যেখানে রয়েছে চার পেসার। বিশেষজ্ঞ কোনো স্পিনার নেই। বাংলাদেশ আগামীকাল সকালে উইকেট দেখে একাদশ বাছাই করবে। ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন শান্ত। তবে পরিস্থিতি যেমনই হোক সেটা মুখোমুখিতে আপত্তি নেই তার, ‘টস খুব গুরুত্বপূর্ণ হবে। খেলোয়াড়রা মাঠে নেমে ব্যাটিং ও বোলিংয়ের জন্য প্রস্তুত থাকবে। তবে আমি টস নিয়ে খুব একটা চিন্তিত নই। খেলোয়াড় হিসেবে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত