পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকতে বাধা দেওয়ায় এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (২১ আগষ্ট) দুপুর ২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বান্দরবান শহরের পুরাতন রাজার মাঠে জড়ো হয়ে এ সমাবেশ করেন আদিবাসী শিক্ষার্থী। পরে তারা ‘বৈষম্যবিরোধী আদিবাসী ছাত্র সমাজ’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংঅং মার্মা, বম সোশাল এসোসিয়েশন সভাপতি জেমস বম, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধি জন ত্রিপুরা, মংচশৈ মার্মা ও সাচিংনু মার্মা বক্তব্য দেন।
বক্তারা বলেন, পাহাড়ে এক ধরনের শাসন, সমতলে অপর এক ধরনের শাসন চলছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীরা এই বৈষম্য মানতে পারছেন না। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে পাহাড়ে আঁকা গ্রাফিতি মুছে দেওয়া এবং অঙ্কনে বাধা দেওয়া হচ্ছে। সমতলের শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের গ্রাফিতি আঁকতে পারলেও পাহাড়ি শিক্ষার্থীদের আাঁকা গ্রাফিতি কয়েকটি স্থানে মুছে ফেলা হয়েছে। আমরা ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ সময় আন্দোলনকারীরা সাতটি দাবি জানান। দাবিগুলো হলো, পার্বত্য চুক্তি বাস্তবায়ন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান। গ্রাফিতি আঁকার স্বাধীনতা। বম জনগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রামে রাজবন্দী নারী ও শিশুসহ সবার নিঃশর্ত মুক্তি। পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিকার আইন নিশ্চিত করা। ১৯০০ সালের রেগুলেশন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা এবং পর্যটনের নামে ভূমি বেদখল বন্ধ করা।