রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে বাংলাদেশ, পাকিস্তান

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে বাংলাদেশ, পাকিস্তান
ছবি: সংগৃহীত

বল হাতে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। পরে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় পাকিস্তানকে লড়াইয়ে ফেরালেন সউদ শাকিল।

রাওয়ালপিন্ডি টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ব্যাটে-বলে লড়াইটা হলো জমজমাট।

দিনের অর্ধেকের বেশি সময় কেড়ে নিয়েছে বৃষ্টি। খেলা হয়েছে মাত্র ৪১ ওভার।

এ থেকে পাকিস্তানের সংগ্রহ ১৫৪ রান। বাংলাদেশের অর্জন ৪ উইকেট।

১৬ রানে ৩ উইকেট হারানোর পর দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। ৯২ বলে ৫৭ রানে অপরাজিত শাকিল। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৩১ বলে ২৪ রানে। দুজনের জুটির সংগ্রহ ৪৪ রান।

প্রথমে বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। প্রাথমিকভাবে ৪৮ ওভার খেলার সিদ্ধান্ত হলেও আলোকস্বল্পতায় তা সম্ভব হয়নি।

দলীয় চতুর্থ ওভারে আব্দুল্লাহ শফিককে (১৪ বলে ২) জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। এরপর সপ্তম ও নবম ওভারে অধিনায়ক শান মাসুদ (১১ বলে ৬) ও বাবর আজমকে (২ বলে ০) তুলে নেন শরিফুল। দুইজনই উইকেটের পিছনে ধরা পড়েন।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল।

শেষ সেশনে ক্যারিয়ারের প্রথম ফিফটি করে হাসানের দ্বিতীয় শিকার হন সাইম। এরপর রিজওয়ানকে নিয়ে দলকে এগিয়ে নেন শাকিল।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪১ ওভারে ১৫৮/৪ (শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ৫৭*, রিজওয়ান ২৪*; শরিফুল ১২-৪-৩০-২, হাসান ১৩-৩-৩৩-২, নাহিদ ১-০-৪৮-০, মিরাজ ৪-০-২৪-০, সাকিব ২-০-১২-০)

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে বাংলাদেশ, পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে বাংলাদেশ, পাকিস্তান
ছবি: সংগৃহীত

বল হাতে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। পরে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় পাকিস্তানকে লড়াইয়ে ফেরালেন সউদ শাকিল।

রাওয়ালপিন্ডি টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ব্যাটে-বলে লড়াইটা হলো জমজমাট।

দিনের অর্ধেকের বেশি সময় কেড়ে নিয়েছে বৃষ্টি। খেলা হয়েছে মাত্র ৪১ ওভার।

এ থেকে পাকিস্তানের সংগ্রহ ১৫৪ রান। বাংলাদেশের অর্জন ৪ উইকেট।

১৬ রানে ৩ উইকেট হারানোর পর দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। ৯২ বলে ৫৭ রানে অপরাজিত শাকিল। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৩১ বলে ২৪ রানে। দুজনের জুটির সংগ্রহ ৪৪ রান।

প্রথমে বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। প্রাথমিকভাবে ৪৮ ওভার খেলার সিদ্ধান্ত হলেও আলোকস্বল্পতায় তা সম্ভব হয়নি।

দলীয় চতুর্থ ওভারে আব্দুল্লাহ শফিককে (১৪ বলে ২) জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। এরপর সপ্তম ও নবম ওভারে অধিনায়ক শান মাসুদ (১১ বলে ৬) ও বাবর আজমকে (২ বলে ০) তুলে নেন শরিফুল। দুইজনই উইকেটের পিছনে ধরা পড়েন।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল।

শেষ সেশনে ক্যারিয়ারের প্রথম ফিফটি করে হাসানের দ্বিতীয় শিকার হন সাইম। এরপর রিজওয়ানকে নিয়ে দলকে এগিয়ে নেন শাকিল।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪১ ওভারে ১৫৮/৪ (শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ৫৭*, রিজওয়ান ২৪*; শরিফুল ১২-৪-৩০-২, হাসান ১৩-৩-৩৩-২, নাহিদ ১-০-৪৮-০, মিরাজ ৪-০-২৪-০, সাকিব ২-০-১২-০)

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত