ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল। এমন অবস্থায় সরকারের সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনকে কাজে বাধা না দিতে সচিবালয় অবরুদ্ধ না করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ বলেন, ‘১৬ বছরের জমা দাবি নিয়ে রাজপথ, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে।’ তিনি আরও বলেন, ‘বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি ২ ঘন্টা রাস্তায়ই আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাঁধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কীভাবে? সকলের সহযোগিতা কামনা করছি।’
এদিকে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় এখন পর্যন্ত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুজনের মধ্যের একজন ফেনীর ও একজন ব্রাহ্মণবাড়িয়ার। এখন পর্যন্ত এই ৮ জেলায় ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ৮ জেলার ৫০ উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৩৫৭টি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয় যে, এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত মোট ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৭৫ হাজার ৬৬৮ জন লোক ও ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এরইমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ জেলায় চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে। সেইসঙ্গে ত্রাণ বিতরণ কর্মসূচিও চলছে।