তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই
তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আজ এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দেন আদালত। আমার মনে হয় আমরা ন্যায়বিচার পেয়েছি।

২০১৫ সালের জানুয়ারিতে এক রিট আবেদনের প্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি রুল জারি করা হয়। ওই রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত। পরবর্তীতে ওই রুল শুনানির জন্য হাইকোর্টে আবেদন করা হলে তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিস সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে আবারও আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একপর্যায়ে সেই নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিস জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিস জারি করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই

তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই
তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আজ এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দেন আদালত। আমার মনে হয় আমরা ন্যায়বিচার পেয়েছি।

২০১৫ সালের জানুয়ারিতে এক রিট আবেদনের প্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি রুল জারি করা হয়। ওই রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত। পরবর্তীতে ওই রুল শুনানির জন্য হাইকোর্টে আবেদন করা হলে তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিস সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে আবারও আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একপর্যায়ে সেই নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিস জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিস জারি করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত