বন্যার্তদের পাশে দাঁড়াতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাল শুক্রবার (২২ আগস্ট) থেকেই দলের সিনিয়র নেতারা বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে যাবেন।
বন্যা উপদ্রুত এলাকায় যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় গুলশানের বাসা থেকে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, শুক্রবার কুমিল্লার হোমনা এলাকায় বিকাল তিনটার দিকে ত্রাণ দেবেন সালাহউদ্দিন আহমেদ।
শায়রুল কবির খান জানান, শনিবার নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকায় যাবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।