কারাগারে সাবেক সিনিয়র সচিব শাহ কামাল

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কারাগারে সাবেক সিনিয়র সচিব শাহ কামাল
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামি শাহ কামালের ব্যবসায়িক অংশীদার মো. নুসরাত হোসেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ রেজাউল। গত ১৮ আগস্ট তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ আগস্ট সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরদিন রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে শাহ কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কারাগারে সাবেক সিনিয়র সচিব শাহ কামাল

কারাগারে সাবেক সিনিয়র সচিব শাহ কামাল
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামি শাহ কামালের ব্যবসায়িক অংশীদার মো. নুসরাত হোসেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ রেজাউল। গত ১৮ আগস্ট তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ আগস্ট সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরদিন রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে শাহ কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত