দাউদকান্দির নোয়াঁগাওয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার সমন্বয়ে বিক্ষভ হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ভারতের অন্যায়ভাবে বাধ খুলে দেওয়ার প্রতিবাদ স্বরুপ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের আয়োজক মো : ইমরান হোসেন বাবু বলেন , ভারত এতদিন বন্ধু সেজে আমাদের দেশের ক্ষতি করে গেছে ,না জানিয়ে বাধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষদের পানিতে ডুবিয়ে মারতে চাচ্ছে এটা তারা সুপরিকল্পিত করেছে। আমরা ভারতের সাথে কুটনৈতিক সম্পর্ক কেমন রাখবো তা নতুন করে ভাববার সময় এসেছে।
সমাবেশে এই সময় বক্তব্য রাখেন মো: আলাউদ্দিন , আবুল বাসার , রুবেল মিয়া অটল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নেয়ামুতুল্লাহ।সমাবেশে বক্তারা সবাই ভারতীয় পন্য বয়কটের ডাক দেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রাসেল মোল্লা ,রাসেল প্রধান ,সাইফুল ইসলাম, মাহবুব, প্রমুখ।