সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস সাতক্ষীরায় আটক

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস সাতক্ষীরায় আটক
ছবি: প্রতিনিধি

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর ব্যক্তিগত সচিব চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ আগস্ট) বিকেলে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে তাকে আটক করা হয়। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক চঞ্চল কুমার মিত্র খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রূপসা থানার সাধন কুমার মিত্রের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, সাবেক এমপি ও ফুটবলার সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থ আত্মসাত মামলায় অভিযুক্ত। তার পিএস (সচিব) চঞ্চল কুমার মিত্র এসব অপকর্মের সহযোগী বলে জানা গেছে। এছাড়াও রূপসা থানায় চঞ্চল মিত্রের বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস সাতক্ষীরায় আটক

সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস সাতক্ষীরায় আটক
ছবি: প্রতিনিধি

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর ব্যক্তিগত সচিব চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ আগস্ট) বিকেলে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে তাকে আটক করা হয়। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক চঞ্চল কুমার মিত্র খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রূপসা থানার সাধন কুমার মিত্রের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, সাবেক এমপি ও ফুটবলার সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থ আত্মসাত মামলায় অভিযুক্ত। তার পিএস (সচিব) চঞ্চল কুমার মিত্র এসব অপকর্মের সহযোগী বলে জানা গেছে। এছাড়াও রূপসা থানায় চঞ্চল মিত্রের বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত