১৮ ইঞ্চি খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
১৮ ইঞ্চি খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
ছবি: প্রতিনিধি

উজানে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাধের জলকপাটগুলো ১৮ ইঞ্চি (দেড় ফুট) খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে লেকের পানি বিপৎসীমা অতিক্রম করায় পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। ১০৮ ফুটকে বিপৎসীমা ধরা হয়। আজ পানির উচ্চতা ১০৮ ফুট ছাড়িয়ে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। গত দুই দিন জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি বিপৎসীমার নিচে রাখার চেষ্টা করা হয়।

তিনি আরও জানান, উজানে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় গত ১২ ঘণ্টায় লেকের পানির উচ্চত ১০৮ ফুট ছাড়িয়ে যায়। এ কারণে কাপ্তাই বাঁধকে নিরাপদ রাখতে জলকপাট ৬ ইঞ্চির বদলে দেড়ফুট (১৮ ইঞ্চি) খুলে দেওয়া হয়েছে। এতে লেক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

১৮ ইঞ্চি খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

১৮ ইঞ্চি খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
ছবি: প্রতিনিধি

উজানে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাধের জলকপাটগুলো ১৮ ইঞ্চি (দেড় ফুট) খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে লেকের পানি বিপৎসীমা অতিক্রম করায় পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। ১০৮ ফুটকে বিপৎসীমা ধরা হয়। আজ পানির উচ্চতা ১০৮ ফুট ছাড়িয়ে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। গত দুই দিন জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি বিপৎসীমার নিচে রাখার চেষ্টা করা হয়।

তিনি আরও জানান, উজানে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় গত ১২ ঘণ্টায় লেকের পানির উচ্চত ১০৮ ফুট ছাড়িয়ে যায়। এ কারণে কাপ্তাই বাঁধকে নিরাপদ রাখতে জলকপাট ৬ ইঞ্চির বদলে দেড়ফুট (১৮ ইঞ্চি) খুলে দেওয়া হয়েছে। এতে লেক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত