চিপস কিনে দেওয়ার কথা বলে ঢাকা থেকে শিশুকে অপহরণ, মঠবাড়িয়ায় উদ্ধার

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
চিপস কিনে দেওয়ার কথা বলে ঢাকা থেকে শিশুকে অপহরণ, মঠবাড়িয়ায় উদ্ধার

ঢাকায় অপহরণের পর আবদুল্লাহ আল নূর তুষার নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। রোববার বিকালে র‌্যাব-২, সদর কোম্পানি ও র‌্যাব-৮, সিপিএসসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-২ ও র‌্যাব-৮ যৌথ অভিযানে ঢাকার কোতোয়ালি থানার সদরঘাটের সোয়ারীঘাট এলাকা হতে অপহৃত তুষারকে (৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার প্রত্যন্ত এলাকা আমড়াগাছিয়া থেকে উদ্ধার করা হয়।

ভিকটিমের মা বিলকিস বেগমের সঙ্গে অপহরণকারী হৃদয় (৩০) নামে অজ্ঞাত এক তরুণের মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টার দিকে তুষারকে সঙ্গে নিয়ে ভিকটিমের মা সোয়ারীঘাট এলাকায় অপহরণকারী হৃদয়ের সঙ্গে দেখা করতে যান। হৃদয় চিপস কিনে দেওয়ার কথা বলে তুষারকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা বিলকিস বেগম সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার অজ্ঞাত এক ব্যক্তি বিলকিস বেগমকে ফোন করে তুষারের মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে তুষারের পিতা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করেন। সেই সঙ্গে ভিকটিমের পিতা র‌্যাব-২ এর অধিনায়ক বরাবর আইনি সহায়তা চেয়ে একটি আবেদন করেন।

র‌্যাব-৮, বরিশালের সহকারী পরিচালক অমিত হাসান জানান, র‌্যাব-২ এবং র‌্যাব-৮ মঠবাড়িয়া থানার প্রত্যন্ত অঞ্চলে আসামির অবস্থান শনাক্ত করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি ভিকটিম তুষারকে ফেলে পালিয়ে যায়। ওই এলাকার খালেরপাড় হতে অপহৃত তুষারকে উদ্ধার করা হয়ে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চিপস কিনে দেওয়ার কথা বলে ঢাকা থেকে শিশুকে অপহরণ, মঠবাড়িয়ায় উদ্ধার

চিপস কিনে দেওয়ার কথা বলে ঢাকা থেকে শিশুকে অপহরণ, মঠবাড়িয়ায় উদ্ধার

ঢাকায় অপহরণের পর আবদুল্লাহ আল নূর তুষার নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। রোববার বিকালে র‌্যাব-২, সদর কোম্পানি ও র‌্যাব-৮, সিপিএসসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-২ ও র‌্যাব-৮ যৌথ অভিযানে ঢাকার কোতোয়ালি থানার সদরঘাটের সোয়ারীঘাট এলাকা হতে অপহৃত তুষারকে (৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার প্রত্যন্ত এলাকা আমড়াগাছিয়া থেকে উদ্ধার করা হয়।

ভিকটিমের মা বিলকিস বেগমের সঙ্গে অপহরণকারী হৃদয় (৩০) নামে অজ্ঞাত এক তরুণের মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টার দিকে তুষারকে সঙ্গে নিয়ে ভিকটিমের মা সোয়ারীঘাট এলাকায় অপহরণকারী হৃদয়ের সঙ্গে দেখা করতে যান। হৃদয় চিপস কিনে দেওয়ার কথা বলে তুষারকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা বিলকিস বেগম সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার অজ্ঞাত এক ব্যক্তি বিলকিস বেগমকে ফোন করে তুষারের মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে তুষারের পিতা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করেন। সেই সঙ্গে ভিকটিমের পিতা র‌্যাব-২ এর অধিনায়ক বরাবর আইনি সহায়তা চেয়ে একটি আবেদন করেন।

র‌্যাব-৮, বরিশালের সহকারী পরিচালক অমিত হাসান জানান, র‌্যাব-২ এবং র‌্যাব-৮ মঠবাড়িয়া থানার প্রত্যন্ত অঞ্চলে আসামির অবস্থান শনাক্ত করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি ভিকটিম তুষারকে ফেলে পালিয়ে যায়। ওই এলাকার খালেরপাড় হতে অপহৃত তুষারকে উদ্ধার করা হয়ে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত