কমলনগরে যুবদল নেতার বিরুদ্ধে স্কুলের মাঠ দখলের অভিযোগ

মো: ইব্রাহিম জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
কমলনগরে যুবদল নেতার বিরুদ্ধে স্কুলের মাঠ দখলের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা নিজামের নেতৃত্বে অগ্রণী স্কুল এন্ড কলেজের টিনের বেষ্টনী ভাঙ্গচুর ও মালিক জোসনা বেগমকে মারধর করে স্কুলের মাঠ দখলের অভিযোগ উঠেছে । দখলের পর উল্টো থানায় ভুক্তভোগীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে যুবদলের ওই নেতা।

শুক্রবার সকালে ভুক্তভোগী জোসনা বেগম কমলনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন। অভিযুক্ত নিজাম চর লরেন্স ইউনিয়ন যুবদলের সভাপতি ও একই ইউনিয়নের মৃত ইউনুস বেপারীর ছেলে।

এই ঘটনায় বুধবার লক্ষ্মীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর আদালতে নিজাম উদ্দিন তার ভাই আবদুল হক ও ভাতিজা মোহনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী জোসনা বেগম।

এর আগে গত মঙ্গলবার যুবদল নেতা নিজামের নেতৃত্বে তার ভাই আবদুল হক ও ভাতিজা ছাত্রলীগ নেতা মোহন সহ ১০-১২ জনের একটি দল ওই জমি দখল করে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, জোসনা বেগম তার বাবার মৃত্যুর পর আরএস ৭৪৩ নং খতিয়ানের ৫০ দাগে ৪২ শতক জমির মালিক হন। ওই জমি ২০১২ সাল থেকে তিনি একটি স্কুল পরিচালনার জন্য ভাড়া দিয়ে আসছেন।অভিযুক্ত নিজাম জোসনার স্বামী থেকে ৯ শতক জমি কিনে অন্য জায়গায় ভোগ দখল করে আসছে। এই জমিটি মুল্যবান হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তার আগের দখল ছেড়ে দিয়ে এই জমি দখল করে নেয়।

এছাড়াও আওয়ামী লীগ সরকার পতনের পর নিজাম তার মৃত ভাইয়ের স্থানীয় তোরাবগঞ্জ বাজারের একটি দোকানঘর দখল করে নেয়। ওই ঘরটি এখন উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরো জানান, আওয়ামীলীগ সরকারের সময় নিজাম আওয়ামীলীগ নেতাদের সাথে সম্পর্ক করে এবং সুবিধা দিয়ে জমি দখল ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতো। সরকার পরিবর্তনের পর যুবদল নেতা হওয়ায় দলীয় প্রভাবে সে এখন আরো বেপরোয়া হয়ে গেছে।

ভুক্তভোগী জোসনা বেগম বলেন, নিজাম আমাদের পরিবার থেকে ৯ শতক জমি ক্রয় করে অন্য দাগে ভোগ দখলে আছে। রাতের অন্ধকারে দলীয় প্রভাব খাটিয়ে অনেক লোকজন নিয়ে আমাদের জমিটি দখলে নেয় এবং আমাকে মারধর করে। নিরুপায় হয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।

অভিযুক্ত যুবদল নেতা নিজাম উদ্দিন দাবি করেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে জোসনা বেগম জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আমরা বাধা দেই।কমলনগর উপজেলা যুব দলের সাবেক সভাপতি এম দিদার হোসেন, বলেন কোন দখলে বিষয়ে আমরা হস্তক্ষেপ করিনা। এই বিষয়ে শুঞ্চছি আমার খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব।

লরেন্স ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী বলেন,দখলবাজের স্থান বিএনপিতে হবেনা, সে যে-ই হোক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দখলের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কমলনগরে যুবদল নেতার বিরুদ্ধে স্কুলের মাঠ দখলের অভিযোগ

কমলনগরে যুবদল নেতার বিরুদ্ধে স্কুলের মাঠ দখলের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা নিজামের নেতৃত্বে অগ্রণী স্কুল এন্ড কলেজের টিনের বেষ্টনী ভাঙ্গচুর ও মালিক জোসনা বেগমকে মারধর করে স্কুলের মাঠ দখলের অভিযোগ উঠেছে । দখলের পর উল্টো থানায় ভুক্তভোগীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে যুবদলের ওই নেতা।

শুক্রবার সকালে ভুক্তভোগী জোসনা বেগম কমলনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন। অভিযুক্ত নিজাম চর লরেন্স ইউনিয়ন যুবদলের সভাপতি ও একই ইউনিয়নের মৃত ইউনুস বেপারীর ছেলে।

এই ঘটনায় বুধবার লক্ষ্মীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর আদালতে নিজাম উদ্দিন তার ভাই আবদুল হক ও ভাতিজা মোহনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী জোসনা বেগম।

এর আগে গত মঙ্গলবার যুবদল নেতা নিজামের নেতৃত্বে তার ভাই আবদুল হক ও ভাতিজা ছাত্রলীগ নেতা মোহন সহ ১০-১২ জনের একটি দল ওই জমি দখল করে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, জোসনা বেগম তার বাবার মৃত্যুর পর আরএস ৭৪৩ নং খতিয়ানের ৫০ দাগে ৪২ শতক জমির মালিক হন। ওই জমি ২০১২ সাল থেকে তিনি একটি স্কুল পরিচালনার জন্য ভাড়া দিয়ে আসছেন।অভিযুক্ত নিজাম জোসনার স্বামী থেকে ৯ শতক জমি কিনে অন্য জায়গায় ভোগ দখল করে আসছে। এই জমিটি মুল্যবান হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তার আগের দখল ছেড়ে দিয়ে এই জমি দখল করে নেয়।

এছাড়াও আওয়ামী লীগ সরকার পতনের পর নিজাম তার মৃত ভাইয়ের স্থানীয় তোরাবগঞ্জ বাজারের একটি দোকানঘর দখল করে নেয়। ওই ঘরটি এখন উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরো জানান, আওয়ামীলীগ সরকারের সময় নিজাম আওয়ামীলীগ নেতাদের সাথে সম্পর্ক করে এবং সুবিধা দিয়ে জমি দখল ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতো। সরকার পরিবর্তনের পর যুবদল নেতা হওয়ায় দলীয় প্রভাবে সে এখন আরো বেপরোয়া হয়ে গেছে।

ভুক্তভোগী জোসনা বেগম বলেন, নিজাম আমাদের পরিবার থেকে ৯ শতক জমি ক্রয় করে অন্য দাগে ভোগ দখলে আছে। রাতের অন্ধকারে দলীয় প্রভাব খাটিয়ে অনেক লোকজন নিয়ে আমাদের জমিটি দখলে নেয় এবং আমাকে মারধর করে। নিরুপায় হয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।

অভিযুক্ত যুবদল নেতা নিজাম উদ্দিন দাবি করেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে জোসনা বেগম জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আমরা বাধা দেই।কমলনগর উপজেলা যুব দলের সাবেক সভাপতি এম দিদার হোসেন, বলেন কোন দখলে বিষয়ে আমরা হস্তক্ষেপ করিনা। এই বিষয়ে শুঞ্চছি আমার খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব।

লরেন্স ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী বলেন,দখলবাজের স্থান বিএনপিতে হবেনা, সে যে-ই হোক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দখলের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত