‘কাজে যোগ না দেওয়া ১৮৭ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী, সরাসরি গ্রেফতার করা হবে’

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
‘কাজে যোগ না দেওয়া ১৮৭ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী, সরাসরি গ্রেফতার করা হবে’

পুলিশে যোগদান না করা কর্মকর্তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশে এ পর্যন্ত ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীতে নেই। তাদের আমরা ধরে নিয়েছি সন্ত্রাসী। তাদের যদি গ্রেফতার করা হয় সরাসরি করা হবে।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে কি না? এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। তবে গত ৫ আগস্টের পর যে অবস্থা ছিল- সেটা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে, ইম্প্রুভ তো করেছে। তাদের ভেতর একটা ট্রমা কাজ করেছে। দুই/চার দিনে এটা কাটিয়ে ওঠা কঠিন। তবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের নিয়োগ গত ১৫ বছর ধরে হয়েছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশনে আসতে হবে। একটা আইসোলেটেড… নিয়ে আমি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। মানে বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা অন্য ব্র্যান্ডে (দলীয় বিবেচনায়) গেছেন, তাদের ক্ষেত্রে  ডেফিনেটলি (অবশ্যই) একটা ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অন্যদের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সফরকারীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘কাজে যোগ না দেওয়া ১৮৭ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী, সরাসরি গ্রেফতার করা হবে’

‘কাজে যোগ না দেওয়া ১৮৭ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী, সরাসরি গ্রেফতার করা হবে’

পুলিশে যোগদান না করা কর্মকর্তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশে এ পর্যন্ত ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীতে নেই। তাদের আমরা ধরে নিয়েছি সন্ত্রাসী। তাদের যদি গ্রেফতার করা হয় সরাসরি করা হবে।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে কি না? এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। তবে গত ৫ আগস্টের পর যে অবস্থা ছিল- সেটা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে, ইম্প্রুভ তো করেছে। তাদের ভেতর একটা ট্রমা কাজ করেছে। দুই/চার দিনে এটা কাটিয়ে ওঠা কঠিন। তবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের নিয়োগ গত ১৫ বছর ধরে হয়েছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশনে আসতে হবে। একটা আইসোলেটেড… নিয়ে আমি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। মানে বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা অন্য ব্র্যান্ডে (দলীয় বিবেচনায়) গেছেন, তাদের ক্ষেত্রে  ডেফিনেটলি (অবশ্যই) একটা ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অন্যদের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সফরকারীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত