ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমে দুই নারী পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, মুর্শেদা বেগম (৩৫) ও চম্পা খাতুন (২২)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
রংপুরের পীরগঞ্জ উপজেলার তুলারাম মজিদপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মুর্শেদা। চম্পা একই উপজেলার আহম্মদপুর গ্রামের চান্দু মিয়ার মেয়ে। তার স্বামীর নাম মো. মিঠু। আহতরা বর্তমানে নরসিংহপুরে থাকেন।
মুর্শেদা বেগমের স্বামী আশরাফুল বলেন, ‘আহত দুই জন জেনারেশন নিট ফ্যাশন ফ্যাক্টরিতে চাকরি করেন। সেখানে কোম্পানি চার মাস ধরে কর্মচারীদের বেতন বন্ধ রাখার প্রতিবাদে বুধবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে সব কর্মচারী আন্দোলন করে। ওই আন্দোলনে পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে তারা দুজন আহত হন। পরে সেখান থেকে আহত অবস্থায় তাদের প্রথমে আশুলিয়ার জামগড়া স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’
মো. ফারুক বলেন, ‘আহত দুই নারী পোশাক শ্রমিক ঢামেকে চিকিৎসাধীন।’