রাজধানীতে বিভিন্ন পয়েন্টে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
রাজধানীতে বিভিন্ন পয়েন্টে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

বিভিন্ন দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে প্রায় প্রতিদিনই আন্দোলনে নামছেন বিক্ষোভকারীরা। এতে সকাল-বিকাল যখন তখন যানজটের মুখে যাতায়াত করতে হচ্ছে রাজধানীবাসীকে। বরাবরের মতোই বৃহস্পতিবারও (২৪ অক্টোবর) সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এছাড়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। যে কারণে নগরের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল ধীরগতি হয়েছে। সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন হওয়াতেও সড়কে গাড়ির চাপ বেড়েছে। সব মিলিয়ে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ।

এদিকে আজও রাজধানীর মহাখালীতে সাত কলেজ অধিভুক্ত থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে প্রধান সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে তেজগাঁও থেকে বনানী-উত্তরাগামী এবং উত্তরা থেকে তেজগাঁওগামী সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পরও কমেনি। সড়কে গাড়ির গতি একেবারেই কমে গেছে।

এদিকে বৃষ্টির কারণে মগবাজার ফ্লাইওভার ও রমনার দিকে যানবাহন চলাচল ধীরগতি রয়েছে। এসব পয়েন্টে সড়কে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এছাড়াও যানজট রয়েছে মিরপুর রোডের ধানমন্ডি, সায়েন্সল্যাব হয়ে নিউ মার্কেটের দিকেও। এছাড়া রাজধানীর কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মতিঝিল, মহাখালী, বনানী, উত্তরা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

বাংলামটরে যানজটে আটকে থাকা শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘ইদানিং প্রতিদিন যানজট হচ্ছে। আমাদের এসব সহ্য হয়ে গেছে। এতো আন্দোলনের কারণে আমাদের মতো সাধারণ মানুষদের ভোগান্তি।’ অফিস থেকে বের হয়ে এমন ভোগান্তিতে পড়েছেন বনানী, মহাখালী, মগবাজার, রমনার দিকে চলাচলকারী যাত্রীরা।

এ প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে। বিশেষ করে সোনারগাঁও সিগন্যাল থেকে ফ্লাইওভারে অনেক গাড়ি আটকে আছে। এছাড়া রমনার দিকে গাড়ির চাপের কারণে যানজট রয়েছে। আমরা যানবাহন চলাচলে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানীতে বিভিন্ন পয়েন্টে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

রাজধানীতে বিভিন্ন পয়েন্টে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

বিভিন্ন দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে প্রায় প্রতিদিনই আন্দোলনে নামছেন বিক্ষোভকারীরা। এতে সকাল-বিকাল যখন তখন যানজটের মুখে যাতায়াত করতে হচ্ছে রাজধানীবাসীকে। বরাবরের মতোই বৃহস্পতিবারও (২৪ অক্টোবর) সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এছাড়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। যে কারণে নগরের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল ধীরগতি হয়েছে। সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন হওয়াতেও সড়কে গাড়ির চাপ বেড়েছে। সব মিলিয়ে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ।

এদিকে আজও রাজধানীর মহাখালীতে সাত কলেজ অধিভুক্ত থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে প্রধান সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে তেজগাঁও থেকে বনানী-উত্তরাগামী এবং উত্তরা থেকে তেজগাঁওগামী সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পরও কমেনি। সড়কে গাড়ির গতি একেবারেই কমে গেছে।

এদিকে বৃষ্টির কারণে মগবাজার ফ্লাইওভার ও রমনার দিকে যানবাহন চলাচল ধীরগতি রয়েছে। এসব পয়েন্টে সড়কে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এছাড়াও যানজট রয়েছে মিরপুর রোডের ধানমন্ডি, সায়েন্সল্যাব হয়ে নিউ মার্কেটের দিকেও। এছাড়া রাজধানীর কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মতিঝিল, মহাখালী, বনানী, উত্তরা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

বাংলামটরে যানজটে আটকে থাকা শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘ইদানিং প্রতিদিন যানজট হচ্ছে। আমাদের এসব সহ্য হয়ে গেছে। এতো আন্দোলনের কারণে আমাদের মতো সাধারণ মানুষদের ভোগান্তি।’ অফিস থেকে বের হয়ে এমন ভোগান্তিতে পড়েছেন বনানী, মহাখালী, মগবাজার, রমনার দিকে চলাচলকারী যাত্রীরা।

এ প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে। বিশেষ করে সোনারগাঁও সিগন্যাল থেকে ফ্লাইওভারে অনেক গাড়ি আটকে আছে। এছাড়া রমনার দিকে গাড়ির চাপের কারণে যানজট রয়েছে। আমরা যানবাহন চলাচলে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত