বাফুফে সহসভাপতি পদের নির্বাচনে জিতেছেন নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। নির্বাচনে এসে নবাগতদের কাছে হেরেছেন সাবেক দুই তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।
বাফুফে সহসভাপতি নির্বাচনে এসেই বাজিমাত করেছেন প্রথমবারের মতো আসা চার প্রার্থী।
ফুটবল ফেডারেশনে নির্বাচনে সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোর শামসুল হুদা একাডেমি প্রতিষ্ঠা নাসের শাহরিয়ার জাহেদী। বাফুফে সহসভাপতি নির্বাচনে এর আগে কেউ একশ ভোট পাননি।
লক্ষীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ১০৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তিনি বিএনপির সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এনির বড় ভাই।
ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় ও ফাহাদ করিম ৮৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ৬৬ এবং ফুটবলার শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ৪২ ভোট।
এখন সদস্য পদে ভোট গণনা চলছে।