স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৫

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের সাক্ষাতের অনুরোধের আবেদন খারিজ করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

আদালত জানিয়েছে, এই সাক্ষাতের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। সুতরাং আলাদা করে অনুমতির প্রয়োজন নেই।

বৃহস্পতিবার বিচারক আরবাব মোহাম্মদ তাহির এই মামলার শুনানি গ্রহণকালে এ আদেশ দেন।

শুনানিতে আদালত উল্লেখ করে যে, ইমরান খানের সঙ্গে গান্দাপুরের সাক্ষাতের ব্যাপারে নিরাপত্তা জোরদার থাকলেও বিশেষ কোনো প্রতিবন্ধকতা আরোপ করা হয়নি।

বিচারক আরবাব মোহাম্মদ তাহির বলেন, আপনারা সাক্ষাত ও নিরাপত্তার বিষয়টি যাচাই করতে পারেন। তবে এর জন্য নতুন কোনো আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।

আদালতের শুনানিতে আদিয়ালা কারাগারের ডেপুটি সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন। তিনি আদালতকে জানান যে, এ বিষয়ে কো-অর্ডিনেটর হিসেবে ইন্তেজার পানজোথা নিযুক্ত ছিলেন, কিন্তু তাকে অপহরণ করা হয়েছে। এছাড়া ব্যারিস্টার গোহর এবং সালমান আকরাম রাজাও এ প্রক্রিয়ায় জড়িত।

এ প্রসঙ্গে বিচারক তাহির জিজ্ঞাসা করেন, কেন এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট জানান, মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। তবে আদিয়ালা কারাগারে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী সাক্ষাতের ব্যবস্থা এখনও চালু রয়েছে।

আদালত থেকে জানানো হয়েছে, যদি পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী কারাগারে সাক্ষাতের সময় নির্ধারিত হয়, তবে কোনো বাধা ছাড়াই তা পরিচালিত হবে।

এই রায়ের ফলে আলী আমিন গান্দাপুর যে কোনো সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে পারবেন। যা পিটিআই কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৫

স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৫

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের সাক্ষাতের অনুরোধের আবেদন খারিজ করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

আদালত জানিয়েছে, এই সাক্ষাতের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। সুতরাং আলাদা করে অনুমতির প্রয়োজন নেই।

বৃহস্পতিবার বিচারক আরবাব মোহাম্মদ তাহির এই মামলার শুনানি গ্রহণকালে এ আদেশ দেন।

শুনানিতে আদালত উল্লেখ করে যে, ইমরান খানের সঙ্গে গান্দাপুরের সাক্ষাতের ব্যাপারে নিরাপত্তা জোরদার থাকলেও বিশেষ কোনো প্রতিবন্ধকতা আরোপ করা হয়নি।

বিচারক আরবাব মোহাম্মদ তাহির বলেন, আপনারা সাক্ষাত ও নিরাপত্তার বিষয়টি যাচাই করতে পারেন। তবে এর জন্য নতুন কোনো আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।

আদালতের শুনানিতে আদিয়ালা কারাগারের ডেপুটি সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন। তিনি আদালতকে জানান যে, এ বিষয়ে কো-অর্ডিনেটর হিসেবে ইন্তেজার পানজোথা নিযুক্ত ছিলেন, কিন্তু তাকে অপহরণ করা হয়েছে। এছাড়া ব্যারিস্টার গোহর এবং সালমান আকরাম রাজাও এ প্রক্রিয়ায় জড়িত।

এ প্রসঙ্গে বিচারক তাহির জিজ্ঞাসা করেন, কেন এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট জানান, মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। তবে আদিয়ালা কারাগারে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী সাক্ষাতের ব্যবস্থা এখনও চালু রয়েছে।

আদালত থেকে জানানো হয়েছে, যদি পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী কারাগারে সাক্ষাতের সময় নির্ধারিত হয়, তবে কোনো বাধা ছাড়াই তা পরিচালিত হবে।

এই রায়ের ফলে আলী আমিন গান্দাপুর যে কোনো সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে পারবেন। যা পিটিআই কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত