নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক ঐতিহাসিক পরীক্ষা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জাতীয় নির্বাচন। এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার সুযোগ। নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিটি কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। তাই প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হয়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করতে পারলে পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণ হবে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।

আইজিপি জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ শুধু আইন শেখবে না, বরং শিখবে চাপের মধ্যেও কীভাবে নিরপেক্ষ থাকা যায়, সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায় এবং কীভাবে মানুষের আস্থা অর্জন করে নিরাপদ পরিবেশ তৈরি করা যায়।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন,
প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল মাঠে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। একইসঙ্গে দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।

বাহারুল আলম আশাবাদ ব্যক্ত করেন, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনেই পুলিশ অগ্রণী ভূমিকা রাখবে।

জেআই/

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক ঐতিহাসিক পরীক্ষা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জাতীয় নির্বাচন। এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার সুযোগ। নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিটি কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। তাই প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হয়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করতে পারলে পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণ হবে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।

আইজিপি জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ শুধু আইন শেখবে না, বরং শিখবে চাপের মধ্যেও কীভাবে নিরপেক্ষ থাকা যায়, সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায় এবং কীভাবে মানুষের আস্থা অর্জন করে নিরাপদ পরিবেশ তৈরি করা যায়।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন,
প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল মাঠে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। একইসঙ্গে দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।

বাহারুল আলম আশাবাদ ব্যক্ত করেন, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনেই পুলিশ অগ্রণী ভূমিকা রাখবে।

জেআই/

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত