পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় সারাদেশের পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ থাকবে। এ জন্য পর্যাপ্ত আনসার মোতায়েন করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্ডার এলাকায় পূজামণ্ডপের দায়িত্বে থাকবে বিজিবি, তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে। মণ্ডপে দিনে তিনজন এবং রাতে চারজন করে সদস্য দায়িত্বে থাকবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।”

তিনি জানান, এবার পূজা উপলক্ষ্যে আশেপাশে বসা মেলায় মদ ও গাঁজার আসর বসাতে দেওয়া হবে না। এছাড়া ঢাকায় প্রতিমা বিসর্জন সুশৃঙ্খলভাবে এক লাইনে সম্পন্ন করতে হবে।

দেশব্যাপী প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, “গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছিল। এবারও আরও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। পূজা আয়োজন কমিটির পক্ষ থেকেও কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় কমিটিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পাশাপাশি একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা যাবে এবং ঘটনার সত্যতাও যাচাই করা সম্ভব হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় সারাদেশের পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ থাকবে। এ জন্য পর্যাপ্ত আনসার মোতায়েন করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্ডার এলাকায় পূজামণ্ডপের দায়িত্বে থাকবে বিজিবি, তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে। মণ্ডপে দিনে তিনজন এবং রাতে চারজন করে সদস্য দায়িত্বে থাকবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।”

তিনি জানান, এবার পূজা উপলক্ষ্যে আশেপাশে বসা মেলায় মদ ও গাঁজার আসর বসাতে দেওয়া হবে না। এছাড়া ঢাকায় প্রতিমা বিসর্জন সুশৃঙ্খলভাবে এক লাইনে সম্পন্ন করতে হবে।

দেশব্যাপী প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, “গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছিল। এবারও আরও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। পূজা আয়োজন কমিটির পক্ষ থেকেও কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় কমিটিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পাশাপাশি একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা যাবে এবং ঘটনার সত্যতাও যাচাই করা সম্ভব হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত