দার্জিলিংয়ে মেঘের শহরে সাতটি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
দার্জিলিংয়ে মেঘের শহরে সাতটি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতা
দার্জিলিংয়ে মেঘের শহরে ভ্রমনের সাতটি দারুণ অভিজ্ঞতা। ছবি- istockphoto

কুয়াশার চাদরে মোড়া সকাল, পাহাড় ছুঁয়ে আসা হিমেল বাতাস, চায়ের সুবাসে ভরা বিকেল—যে শহরের কথা মনে আসে তা হলো দার্জিলিং। হাতের নাগালের মধ্যে শীতল বাতাস আর দুর্দান্ত প্রকৃতি খুঁজতে অনেকেই গ্রীষ্মকালীন ছুটিতে ছুটে যান মেঘ-পাহাড় আর হিমশীতল এই শহরে।

কিন্তু পাহাড়ি এই জনপদে ঘুরে আসার পরও অনেকেই শহরটির গভীরতা খুঁজে পান না। এমন কিছু অভিজ্ঞতা থাকে যা ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে। যারা ইতিমধ্যেই গেছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য দার্জিলিংয়ের সাতটি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতার তালিকা:

১. চা-বাগান ঘুরে দেখা

দার্জিলিং মানে শুধু বিখ্যাত চা নয়, বরং চা-বাগানের সবুজ ঢেউয়ের ভেতর দিয়ে হেঁটে বেড়ানোও এক অনন্য অভিজ্ঞতা। ‘হ্যাপি ভেলি টী এস্টেট’ বা ‘মাকেইবারি টী গার্ডেন’-এ গাইডের সঙ্গে চা তৈরির পদ্ধতি সরাসরি দেখার সুযোগ পাবেন। প্রকৃতি আর শিল্পের মিলনের ছোঁয়া পাবেন এখানে।

২. ঘুম মনাস্ট্রি ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট

শহরের প্রাণশক্তি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। ঘুম মনাস্ট্রিতে বিশাল বুদ্ধমূর্তি ও নীরব পরিবেশ ভিন্ন এক জগতে নিয়ে যায়। কাছেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে দেখা যায় এভারেস্টজয়ী তেনজিং নোরগে ও শেরপাদের স্মৃতি।

istockphoto 2154715898 612x612 1

দার্জিলিং চা-পাতা বাগান

৩. স্থানীয় হস্তশিল্প বাজার

চৌরাস্তা ও নিউ মার্কেট ঘুরে বোঝা যায়, দার্জিলিং সংস্কৃতির শহরও। কাঠের খেলনা, হাতে বানানো পশমি পোশাক ও স্থানীয় হস্তশিল্প দেখে চোখ আটকে যায়। এগুলো শুধু শিল্প নয়, স্থানীয় মানুষের জীবনের প্রতিচ্ছবি।

৪. পায়ে হেঁটে শহর দেখা

দার্জিলিংকে গাড়িতে বসে দেখলে অনেক কিছুই মিস হয়। শহরকে নিজের করে নিতে একদিন সময় বের করুন। মল রোড থেকে অবজার্ভেটরি হিল পর্যন্ত হেঁটে গেলে প্রকৃতি, স্থাপত্য ও মানুষের জীবনের এক অনবদ্য সংমিশ্রণ চোখে পড়বে।

istockphoto 504541675 612x612 1

ট্রেনে ভ্রমণ

৫. টয় ট্রেনে চড়া

হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন কেবল বাহন নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যপ্রাপ্ত ট্রেন আপনাকে রূপকথার জগতে নিয়ে যাবে। কার্শিয়ং থেকে দার্জিলিং বা ঘুম পর্যন্ত যেকোনো রুটে আগেভাগে টিকিট কাটুন।

৬. টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা

ভোরের কুয়াশা ভেদ করে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম আলো—এই দৃশ্য একবার দেখলেই আজীবন মনে থাকবে। টাইগার হিলে ভোর ৪টার মধ্যে পৌঁছান, প্রাকৃতিক এই চিত্রনাট্যের প্রত্যক্ষদর্শী হবেন।

৭. স্থানীয় খাবারের স্বাদ নেওয়া

দার্জিলিংয়ের ঘ্রাণ কেবল বাতাসে নয়, খাবারেও। স্থানীয় থুকপা, মোমো বা নুডলস না খেলে শহরের রন্ধন ঐতিহ্য থেকে বঞ্চিত হবেন। মল রোডের গলিপথে ‘কোঙ্গা’, ‘সোনাম’স কিচেনে’ ঢুঁ মারুন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দার্জিলিংয়ে মেঘের শহরে সাতটি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতা

দার্জিলিংয়ে মেঘের শহরে সাতটি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতা
দার্জিলিংয়ে মেঘের শহরে ভ্রমনের সাতটি দারুণ অভিজ্ঞতা। ছবি- istockphoto

কুয়াশার চাদরে মোড়া সকাল, পাহাড় ছুঁয়ে আসা হিমেল বাতাস, চায়ের সুবাসে ভরা বিকেল—যে শহরের কথা মনে আসে তা হলো দার্জিলিং। হাতের নাগালের মধ্যে শীতল বাতাস আর দুর্দান্ত প্রকৃতি খুঁজতে অনেকেই গ্রীষ্মকালীন ছুটিতে ছুটে যান মেঘ-পাহাড় আর হিমশীতল এই শহরে।

কিন্তু পাহাড়ি এই জনপদে ঘুরে আসার পরও অনেকেই শহরটির গভীরতা খুঁজে পান না। এমন কিছু অভিজ্ঞতা থাকে যা ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে। যারা ইতিমধ্যেই গেছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য দার্জিলিংয়ের সাতটি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতার তালিকা:

১. চা-বাগান ঘুরে দেখা

দার্জিলিং মানে শুধু বিখ্যাত চা নয়, বরং চা-বাগানের সবুজ ঢেউয়ের ভেতর দিয়ে হেঁটে বেড়ানোও এক অনন্য অভিজ্ঞতা। ‘হ্যাপি ভেলি টী এস্টেট’ বা ‘মাকেইবারি টী গার্ডেন’-এ গাইডের সঙ্গে চা তৈরির পদ্ধতি সরাসরি দেখার সুযোগ পাবেন। প্রকৃতি আর শিল্পের মিলনের ছোঁয়া পাবেন এখানে।

২. ঘুম মনাস্ট্রি ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট

শহরের প্রাণশক্তি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। ঘুম মনাস্ট্রিতে বিশাল বুদ্ধমূর্তি ও নীরব পরিবেশ ভিন্ন এক জগতে নিয়ে যায়। কাছেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে দেখা যায় এভারেস্টজয়ী তেনজিং নোরগে ও শেরপাদের স্মৃতি।

istockphoto 2154715898 612x612 1

দার্জিলিং চা-পাতা বাগান

৩. স্থানীয় হস্তশিল্প বাজার

চৌরাস্তা ও নিউ মার্কেট ঘুরে বোঝা যায়, দার্জিলিং সংস্কৃতির শহরও। কাঠের খেলনা, হাতে বানানো পশমি পোশাক ও স্থানীয় হস্তশিল্প দেখে চোখ আটকে যায়। এগুলো শুধু শিল্প নয়, স্থানীয় মানুষের জীবনের প্রতিচ্ছবি।

৪. পায়ে হেঁটে শহর দেখা

দার্জিলিংকে গাড়িতে বসে দেখলে অনেক কিছুই মিস হয়। শহরকে নিজের করে নিতে একদিন সময় বের করুন। মল রোড থেকে অবজার্ভেটরি হিল পর্যন্ত হেঁটে গেলে প্রকৃতি, স্থাপত্য ও মানুষের জীবনের এক অনবদ্য সংমিশ্রণ চোখে পড়বে।

istockphoto 504541675 612x612 1

ট্রেনে ভ্রমণ

৫. টয় ট্রেনে চড়া

হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন কেবল বাহন নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যপ্রাপ্ত ট্রেন আপনাকে রূপকথার জগতে নিয়ে যাবে। কার্শিয়ং থেকে দার্জিলিং বা ঘুম পর্যন্ত যেকোনো রুটে আগেভাগে টিকিট কাটুন।

৬. টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা

ভোরের কুয়াশা ভেদ করে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম আলো—এই দৃশ্য একবার দেখলেই আজীবন মনে থাকবে। টাইগার হিলে ভোর ৪টার মধ্যে পৌঁছান, প্রাকৃতিক এই চিত্রনাট্যের প্রত্যক্ষদর্শী হবেন।

৭. স্থানীয় খাবারের স্বাদ নেওয়া

দার্জিলিংয়ের ঘ্রাণ কেবল বাতাসে নয়, খাবারেও। স্থানীয় থুকপা, মোমো বা নুডলস না খেলে শহরের রন্ধন ঐতিহ্য থেকে বঞ্চিত হবেন। মল রোডের গলিপথে ‘কোঙ্গা’, ‘সোনাম’স কিচেনে’ ঢুঁ মারুন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত