ফরিদপুরে আসন পরিবর্তন আন্দোলন, হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ফরিদপুরে আসন পরিবর্তন আন্দোলন, হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধে অংশ নিতে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গায় এ ঘটনা ঘটে। বিএনপি দাবি করছে, নিহত ব্যক্তি আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং প্রখর রোদে হিট স্ট্রোকে মারা যান। তবে পুলিশ বলছে, তিনি স্থানীয় একজন মুদি ব্যবসায়ী, আন্দোলনকারী নন।

নিহত হাবিবুর রহমান হবি (৫৫) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিহতের স্বজন আবু সাইদ মুন্সি জানান, হবি সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। রোদে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, স্ট্রোকে একজন মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনদের বরাতে জানা গেছে, তিনি মুদি দোকানে কাজ করার সময় স্ট্রোক করেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, হাসপাতালে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে মৃত ব্যক্তি আন্দোলনকারী নন। একই তথ্য দেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে সম্প্রতি ফরিদপুর-২ আসনে যুক্ত করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফরিদপুরে আসন পরিবর্তন আন্দোলন, হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ফরিদপুরে আসন পরিবর্তন আন্দোলন, হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধে অংশ নিতে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গায় এ ঘটনা ঘটে। বিএনপি দাবি করছে, নিহত ব্যক্তি আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং প্রখর রোদে হিট স্ট্রোকে মারা যান। তবে পুলিশ বলছে, তিনি স্থানীয় একজন মুদি ব্যবসায়ী, আন্দোলনকারী নন।

নিহত হাবিবুর রহমান হবি (৫৫) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিহতের স্বজন আবু সাইদ মুন্সি জানান, হবি সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। রোদে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, স্ট্রোকে একজন মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনদের বরাতে জানা গেছে, তিনি মুদি দোকানে কাজ করার সময় স্ট্রোক করেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, হাসপাতালে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে মৃত ব্যক্তি আন্দোলনকারী নন। একই তথ্য দেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে সম্প্রতি ফরিদপুর-২ আসনে যুক্ত করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত