ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না, তবে এ নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, অনেক বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এবং ভোট দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর ইচ্ছায় ও সবার দোয়ায় এ নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তারা সবাই শিক্ষিত সমাজের অংশ। ফলে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না। তবে এটি একটি মডেল হিসেবে কাজ করবে। কারণ এখানে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে উচ্চশিক্ষিত ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন, যা জাতীয় পর্যায়ে ভিন্ন হবে।

তিনি আরও জানান, সভায় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না, তবে এ নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, অনেক বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এবং ভোট দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর ইচ্ছায় ও সবার দোয়ায় এ নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তারা সবাই শিক্ষিত সমাজের অংশ। ফলে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না। তবে এটি একটি মডেল হিসেবে কাজ করবে। কারণ এখানে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে উচ্চশিক্ষিত ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন, যা জাতীয় পর্যায়ে ভিন্ন হবে।

তিনি আরও জানান, সভায় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত