রবিউল ইসলাম শাকিল: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৮ সেপ্টেম্বর) পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ছাত্রসংসদের খসড়া গঠনতন্ত্র নিয়ে আলোচনা চলাকালে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারীদের প্রার্থীতা বাতিল করতে হবে। এ প্রস্তাবকে কেন্দ্র করে দোলনচাঁপা হলের প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন তোলেন—এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন আছে কি না। তার বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক সৃষ্টি হলে ক্ষুব্ধ হয়ে তিনি কক্ষ ত্যাগ করেন। পরে কয়েকজন শিক্ষার্থীর অনুরোধে তিনি আবার আলোচনায় যোগ দেন।
এছাড়া শিক্ষার্থীরা আরও কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
ভোটার বা প্রার্থী হওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ।
স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী যদি সান্ধ্যকালীন কোর্স বা ইনস্টিটিউটের অন্য কোনো প্রোগ্রামে ভর্তি থাকে তবে তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া।
ফল প্রকাশের কারণে নির্বাচিত সদস্যকে অপসারণের বিধান বাতিল করা।
ছাত্র সংসদের জন্য প্রশাসনের পক্ষ থেকে আলাদা বাজেট বরাদ্দ করা।
মোট ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা ছাত্র সংসদ গঠনতন্ত্র প্রণয়ন কমিটির কাছে স্মারকলিপি জমা দেন।
আলোচনা শেষে ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, “আমরা খসড়া গঠনতন্ত্র তৈরি করেছি। শিক্ষার্থীদের মতামত বিবেচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে এবং চূড়ান্ত প্রস্তাব সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।”