দুর্গাপূজার আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি শিলিগুড়িতে পৌঁছাবেন। আগামীকাল বুধবার ডুয়ার্সে প্রশাসনিক সভার সময় তিনি চা-শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন।
উল্লেখ্য, জমির পাট্টা হলো একটি সরকারি নথি বা দলিল, যা নির্দিষ্ট শর্তে কোনো ব্যক্তিকে জমি চাষ বা ব্যবহারের জন্য প্রদান করা হয় এবং এটি জমির মালিকানা বা স্বত্বের প্রমাণপত্র হিসেবে কাজ করে।
মাটিয়ালি ব্লকের আটজন শ্রমিককে সরাসরি মঞ্চে পাট্টা দেওয়া হবে। বাকি শ্রমিকরাও ওই দিন জমির পাট্টা পাবেন। তৃণমূল এই পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে অভিহিত করছে। মাটিয়ালি ব্লকের তৃণমূল সভানেত্রী স্নোমিতা কালান্দি বলেন, “শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করা শ্রমিক সমাজকে আত্মবিশ্বাসী করবে।”
স্থানীয় শ্রমিকরাও উচ্ছ্বসিত। লক্ষ্মী মুন্ডা বলেন, “অনেক দিনের স্বপ্ন ছিল নিজের জমিতে ঘর তৈরি করার। মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই কাগজ পেলে আমরা আর ভাসমান থাকব না।”
তবে বিরোধীরা এটিকে কেবল রাজনৈতিক স্টান্ট বলে আখ্যা দিচ্ছে। বিজেপি ও কংগ্রেস অভিযোগ করেছেন, মমতা প্রতি নির্বাচনের আগে শ্রমিকদের নানা প্রতিশ্রুতি দেন, তবে সব পূরণ হয় না।
বিশ্লেষকেরা মনে করছেন, জমির পাট্টা নিঃসন্দেহে শ্রমিকদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, তবে রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। উত্তরবঙ্গের শ্রমিক সমাজ সংখ্যায় অনেক বেশি হওয়ায়, এই অঞ্চলে ভোট আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।