ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং কখনো রাজনীতি করেননি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জানা যায়, সেদিন সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে প্রবেশ করেন ছাত্রদল নেতারা। তারা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ এনে শিবির সংশ্লিষ্টতার বিষয়টি উত্থাপন করেন। এ নিয়ে তারা উপাচার্যের মুখোমুখি হয়ে বেশ কিছুক্ষণ প্রশ্ন করেন।
এ সময় ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেওয়া ব্যক্তিদের জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্নবাণে জর্জরিত করেন। তবে উপাচার্য জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ছাত্রদল নেতারা তার ব্যাখ্যা মেনে নিতে রাজি হননি।