২০০৯ সালের পর প্রথমবার ব্রাজিলকে হারাল বলিভিয়া। লা পাজের সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচু ভেন্যুতে বাছাইপর্বের শেষ ম্যাচে কার্লো আনচেলত্তির দলকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে মিগুয়েল আনহেল টারসেরোসের স্পটকিকে এগিয়ে যায় বলিভিয়া। এরপরও একের পর এক আক্রমণে সেলেসাও রক্ষণ ভেঙে দেওয়ার চেষ্টা চালায় তারা। তবে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের অসাধারণ সেভে বড় ব্যবধানে জয় থেকে বঞ্চিত হয় স্বাগতিকরা।
পুরো ম্যাচে বলিভিয়া নেয় ২৩ শট, এর মধ্যে ১০টি লক্ষ্যে ছিল। বিপরীতে ব্রাজিলের ১০ শটের মাত্র ৩টি ছিল অন টার্গেটে। বল দখলে পিছিয়ে থেকেও আক্রমণে দাপট দেখায় বলিভিয়া।
এই জয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার আশা জিইয়ে রাখল বলিভিয়া। অন্যদিকে টেবিলে পাঁচে নেমে গেছে ব্রাজিল।