বক্স অফিসে প্রথম নারী ‘সুপারহিরো’ কল্যাণীর ইতিহাস

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বক্স অফিসে প্রথম নারী ‘সুপারহিরো’ কল্যাণীর ইতিহাস
কল্যাণী প্রিয়দর্শন।

মালয়ালাম সিনেমায় নতুন ইতিহাস! ডোমিনিক অরুন পরিচালিত ‘লোকাহ : চ্যাপ্টার ১-চন্দ্রা’ ছবিতে ভারতের প্রথম নারী সুপারহিরো চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন কল্যাণী প্রিয়দর্শন। শুধু তাই নয়, বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীও হয়েছেন তিনি!

২৮ আগস্ট মুক্তি পাওয়া এ ছবিটির আয় মাত্র ১৩ দিনেই ২০২ কোটি রুপি ছুঁয়েছে। এর মাধ্যমে ছবিটি মালায়ালামের ২০০ কোটির কাতারে প্রবেশ করা সাম্প্রতিক ছবিগুলোর সঙ্গে যুক্ত হলো! এর আগে এই ক্লাবে জায়গা করে নেয় মোহনলালের ‘এল২ এম্পুরান’ (২৬৫.৫ কোটি), ‘থুদারুম’ (২৩৪.৫ কোটি) এবং ২০২৪ সালের আলোচিত ছবি ‘মান্জুম্মেল বয়েজ’ (২৪০.৫ কোটি)।

এমন মাইলফলক ছোঁয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের উদ্দেশে কল্যাণী প্রিয়দর্শন লিখেছেন, ‘আমাদের সিনেমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা কেবল আপনাদের জন্যই সম্ভব হয়েছে। ভাষাহীন কৃতজ্ঞ আমি। আবারও প্রমাণ হলো—গল্পই আসল নায়ক।’

পরিচালক ডোমিনিক অরুনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ডম, তুমি এমন এক ভিশন দিয়েছো, যাতে আমরা সবাই বিশ্বাস করতে পেরেছি। এ অর্জন আমাদের টিমের জন্যই বিশেষ।

‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’ সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণি তারকা দুলকার সলমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস। ছবিটিতে কল্যাণী ছাড়া আরো অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান প্রমুখ। এতে বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে দুলকার সলমান, টোভিনো থমাস, আন্না বেনকে আর এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি মাম্মুটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বক্স অফিসে প্রথম নারী ‘সুপারহিরো’ কল্যাণীর ইতিহাস

বক্স অফিসে প্রথম নারী ‘সুপারহিরো’ কল্যাণীর ইতিহাস
কল্যাণী প্রিয়দর্শন।

মালয়ালাম সিনেমায় নতুন ইতিহাস! ডোমিনিক অরুন পরিচালিত ‘লোকাহ : চ্যাপ্টার ১-চন্দ্রা’ ছবিতে ভারতের প্রথম নারী সুপারহিরো চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন কল্যাণী প্রিয়দর্শন। শুধু তাই নয়, বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীও হয়েছেন তিনি!

২৮ আগস্ট মুক্তি পাওয়া এ ছবিটির আয় মাত্র ১৩ দিনেই ২০২ কোটি রুপি ছুঁয়েছে। এর মাধ্যমে ছবিটি মালায়ালামের ২০০ কোটির কাতারে প্রবেশ করা সাম্প্রতিক ছবিগুলোর সঙ্গে যুক্ত হলো! এর আগে এই ক্লাবে জায়গা করে নেয় মোহনলালের ‘এল২ এম্পুরান’ (২৬৫.৫ কোটি), ‘থুদারুম’ (২৩৪.৫ কোটি) এবং ২০২৪ সালের আলোচিত ছবি ‘মান্জুম্মেল বয়েজ’ (২৪০.৫ কোটি)।

এমন মাইলফলক ছোঁয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের উদ্দেশে কল্যাণী প্রিয়দর্শন লিখেছেন, ‘আমাদের সিনেমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা কেবল আপনাদের জন্যই সম্ভব হয়েছে। ভাষাহীন কৃতজ্ঞ আমি। আবারও প্রমাণ হলো—গল্পই আসল নায়ক।’

পরিচালক ডোমিনিক অরুনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ডম, তুমি এমন এক ভিশন দিয়েছো, যাতে আমরা সবাই বিশ্বাস করতে পেরেছি। এ অর্জন আমাদের টিমের জন্যই বিশেষ।

‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’ সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণি তারকা দুলকার সলমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস। ছবিটিতে কল্যাণী ছাড়া আরো অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান প্রমুখ। এতে বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে দুলকার সলমান, টোভিনো থমাস, আন্না বেনকে আর এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি মাম্মুটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত