জাকসু ভোটে ফজিলাতুন্নেসা হলে হট্টগোল, ভোটগ্রহণ বন্ধ

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
জাকসু ভোটে ফজিলাতুন্নেসা হলে হট্টগোল, ভোটগ্রহণ বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে প্রবেশ করায় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসানকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সওয়া ১২টার দিকে ঘটনার সূত্রপাত হয়। কেন্দ্রটিতে থাকা ছাত্রীরা তার প্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বের করে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ভোটগ্রহণ বন্ধ করতে হয়। খবর পাওয়া গেছে, দুপুর পৌনে ১টা পর্যন্ত কেন্দ্রটিতে হট্টগোল চলছিল।

এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১১,৮৯৭ শিক্ষার্থী ভোট দেবেন, এর মধ্যে ৬,১১৫ জন ছাত্র ও ৫,৭২৮ জন ছাত্রী।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাকসু ভোটে ফজিলাতুন্নেসা হলে হট্টগোল, ভোটগ্রহণ বন্ধ

জাকসু ভোটে ফজিলাতুন্নেসা হলে হট্টগোল, ভোটগ্রহণ বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে প্রবেশ করায় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসানকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সওয়া ১২টার দিকে ঘটনার সূত্রপাত হয়। কেন্দ্রটিতে থাকা ছাত্রীরা তার প্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বের করে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ভোটগ্রহণ বন্ধ করতে হয়। খবর পাওয়া গেছে, দুপুর পৌনে ১টা পর্যন্ত কেন্দ্রটিতে হট্টগোল চলছিল।

এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১১,৮৯৭ শিক্ষার্থী ভোট দেবেন, এর মধ্যে ৬,১১৫ জন ছাত্র ও ৫,৭২৮ জন ছাত্রী।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত