শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মৌচাক ফকিরবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
কালিয়াকৈর থানার তথ্য মতে, মৌচাক আমবাগ এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পাওয়া যায়—একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ একটি হলুদ-সবুজ রঙের মিনি ট্রাক নিয়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা-গামী লেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি অজ্ঞাত ট্রাক সামনে ব্যারিকেড তৈরি করলে ধাক্কা খেয়ে ডাকাতদের ট্রাকের গ্লাস ভেঙে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করা সম্ভব হয়।
আটকরা হলেন বগুড়া জেলার সরলপুর এলাকার নুরুল হকের ছেলে খোকন (৩৩), নীলফামারী জেলার ডোমার থানার মেলাপাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে রুবেল (২৫) এবং ময়মনসিংহ কোতোয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সেলিম (৪০)। এসময় পালিয়ে যাওয়া তিনজন হলেন কালু, লালু ও বাবুল।
জানা গেছে, অভিযান শেষে একটি মিনি ট্রাকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কাটার, এক্সেল রড, লোহার পাইপ, ছুরি, হাতুরি, স্ক্রু ড্রাইভার, প্লাস, কাঁচি ও প্লাস্টিকের দড়ি।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ মান্নান জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক ডাকাতি ও মাদক মামলার রেকর্ড রয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে পাঠানো হবে।