হংকংকে হারিয়ে এশিয়া কাপ জয়যাত্রা শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
হংকংকে হারিয়ে এশিয়া কাপ জয়যাত্রা শুরু বাংলাদেশের

লক্ষ্যটা অনেক বড়। তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্যপূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল তারই অংশ। র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলটাকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশ শুরু করল এবারের এশিয়া কাপ মিশন।

টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে হংকং তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান, ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ঝড়ো শুরু করলেও (১৯ রান), দ্রুতই ফেরেন সাজঘরে। তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়।

ইনিংসে ৫৯ রান করা লিটন দাস এই ম্যাচে দুটি রেকর্ড গড়েন। সপ্তম ওভারে তিনি মাহমুদউল্লাহকে ছাড়িয়ে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। এরপর ছক্কার সংখ্যায়ও ছাড়িয়ে যান মাহমুদউল্লাহকে (৭৮ ছক্কা)।

লিটন আউট হন জয়ের মাত্র ২ রান দূরে, তবে তখনই জয় নিশ্চিত ছিল বাংলাদেশের। তাওহিদ হৃদয় অপরাজিত থেকে ১৮তম ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জেতান।

বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় দিয়ে শুরু করল এবারের এশিয়া কাপ যাত্রা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হংকংকে হারিয়ে এশিয়া কাপ জয়যাত্রা শুরু বাংলাদেশের

হংকংকে হারিয়ে এশিয়া কাপ জয়যাত্রা শুরু বাংলাদেশের

লক্ষ্যটা অনেক বড়। তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্যপূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল তারই অংশ। র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলটাকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশ শুরু করল এবারের এশিয়া কাপ মিশন।

টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে হংকং তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান, ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ঝড়ো শুরু করলেও (১৯ রান), দ্রুতই ফেরেন সাজঘরে। তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়।

ইনিংসে ৫৯ রান করা লিটন দাস এই ম্যাচে দুটি রেকর্ড গড়েন। সপ্তম ওভারে তিনি মাহমুদউল্লাহকে ছাড়িয়ে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। এরপর ছক্কার সংখ্যায়ও ছাড়িয়ে যান মাহমুদউল্লাহকে (৭৮ ছক্কা)।

লিটন আউট হন জয়ের মাত্র ২ রান দূরে, তবে তখনই জয় নিশ্চিত ছিল বাংলাদেশের। তাওহিদ হৃদয় অপরাজিত থেকে ১৮তম ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জেতান।

বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় দিয়ে শুরু করল এবারের এশিয়া কাপ যাত্রা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত