লিটনের ব্যাটে রেকর্ড

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
লিটনের ব্যাটে রেকর্ড

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে লিটন দাসের ব্যাটে ভর করে। বাংলাদেশ অধিনায়কের ঝোড়ো ইনিংসে জয়ের পাশাপাশি উঠেছে একের পর এক রেকর্ড।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন লিটন। মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি।

এই ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লিটন। লিটনের সংগ্রহ এখন ২৪৯৬ রান (১১১ ম্যাচ, ১০৯ ইনিংসে)। এতদিন তালিকার দুইয়ে ছিলেন রিয়াদ, যার সংগ্রহ ২৪৪৪ রান ১৪১ ম্যাচে। শীর্ষে আছেন সাকিব আল হাসান ২৫৫১ রান নিয়ে। লিটনের ধারাবাহিকতা থাকলে আগামী ম্যাচেই হয়তো সাকিবকেও পেছনে ফেলতে পারবেন, প্রয়োজন মাত্র ৫৫ রান।

শুধু রানেই নয়, ছক্কার তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন লিটন। ইয়াসিম মুর্তজার বলে ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন মাহমুদউল্লাহর রেকর্ড। এটি তার ৭৮তম ছক্কা, যেখানে রিয়াদের ছক্কা ৭৭। সাকিব (৫৩) ও সৌম্য সরকার (৫৫) এখনো অনেক পিছনে।

তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েছেন আরেক ইতিহাস। তাদের জুটি থেকে এসেছে ৯৫ রান, যা টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব–সাব্বির করেছিলেন ৮২ রানের জুটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লিটনের ব্যাটে রেকর্ড

লিটনের ব্যাটে রেকর্ড

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে লিটন দাসের ব্যাটে ভর করে। বাংলাদেশ অধিনায়কের ঝোড়ো ইনিংসে জয়ের পাশাপাশি উঠেছে একের পর এক রেকর্ড।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন লিটন। মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি।

এই ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লিটন। লিটনের সংগ্রহ এখন ২৪৯৬ রান (১১১ ম্যাচ, ১০৯ ইনিংসে)। এতদিন তালিকার দুইয়ে ছিলেন রিয়াদ, যার সংগ্রহ ২৪৪৪ রান ১৪১ ম্যাচে। শীর্ষে আছেন সাকিব আল হাসান ২৫৫১ রান নিয়ে। লিটনের ধারাবাহিকতা থাকলে আগামী ম্যাচেই হয়তো সাকিবকেও পেছনে ফেলতে পারবেন, প্রয়োজন মাত্র ৫৫ রান।

শুধু রানেই নয়, ছক্কার তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন লিটন। ইয়াসিম মুর্তজার বলে ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন মাহমুদউল্লাহর রেকর্ড। এটি তার ৭৮তম ছক্কা, যেখানে রিয়াদের ছক্কা ৭৭। সাকিব (৫৩) ও সৌম্য সরকার (৫৫) এখনো অনেক পিছনে।

তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েছেন আরেক ইতিহাস। তাদের জুটি থেকে এসেছে ৯৫ রান, যা টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব–সাব্বির করেছিলেন ৮২ রানের জুটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত