শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া। তিনি এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. সানোয়ার জাহান ভুঁইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। তিনি সরকারি দায়িত্বপালনের দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে এডিবি-অর্থায়নকৃত ‘কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির দক্ষতা (এসইআইপি)’ প্রকল্পের ডিইপিডি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।