গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, ক্ষুধায় মৃত ৪২২

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, ক্ষুধায় মৃত ৪২২

ইসরায়েলের নতুন সামরিক অভিযানে অবরুদ্ধ গাজায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটিতে অন্তত ১৬টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। রোববার নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটির বাসিন্দা।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে আরও দুজন মারা গেছেন। ফলে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জনে।

জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে, গাজায় কোথাও নিরাপদ আশ্রয় নেই। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গত চার দিনেই তাদের ১০টি ভবনে হামলা হয়েছে, এর মধ্যে স্কুল ও ক্লিনিকও আছে। ইউনিসেফও সতর্ক করেছে, দক্ষিণের আল-মাওয়াসির নামের কথিত নিরাপদ অঞ্চলেও পানি, খাবার ও আশ্রয়ের সংকটে মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, তারা শুধু বোমার আঘাতেই নয়, ক্ষুধা ও দুর্ভিক্ষেও মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, ক্ষুধায় মৃত ৪২২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, ক্ষুধায় মৃত ৪২২

ইসরায়েলের নতুন সামরিক অভিযানে অবরুদ্ধ গাজায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটিতে অন্তত ১৬টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। রোববার নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটির বাসিন্দা।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে আরও দুজন মারা গেছেন। ফলে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জনে।

জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে, গাজায় কোথাও নিরাপদ আশ্রয় নেই। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গত চার দিনেই তাদের ১০টি ভবনে হামলা হয়েছে, এর মধ্যে স্কুল ও ক্লিনিকও আছে। ইউনিসেফও সতর্ক করেছে, দক্ষিণের আল-মাওয়াসির নামের কথিত নিরাপদ অঞ্চলেও পানি, খাবার ও আশ্রয়ের সংকটে মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, তারা শুধু বোমার আঘাতেই নয়, ক্ষুধা ও দুর্ভিক্ষেও মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত