বাংলাদেশ রেলওয়ের জন্য চীন ২০টি মিটারগেজ (এমজি) ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কিনতে ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১,৫৯১ কোটি টাকা) অনুদান দিচ্ছে। পুরোনো ইঞ্জিনের কারণে দীর্ঘদিনের সংকট কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার পরিকল্পনা। নতুন লোকোমোটিভের সঙ্গে খুচরা যন্ত্রাংশ, যন্ত্রপাতি এবং বাংলাদেশি প্রকৌশলী ও মেকানিকদের প্রশিক্ষণও থাকবে।
বর্তমানে ১৭৪টি এমজি লোকোমোটিভের মধ্যে ১২৪টি নকশাগত আয়ুষ্কাল পার করেছে। এর ফলে মালবাহী ও লোকাল ট্রেনের চলাচল প্রভাবিত হচ্ছে।
রেল কর্মকর্তারা বলছেন, নতুন ২০টি লোকোমোটিভ এলে রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচ কমবে, আধুনিক ইঞ্জিন নিরাপদ চলাচল নিশ্চিত করবে, এবং নতুন সেবা চালু করা সম্ভব হবে। তবে দীর্ঘমেয়াদে আরও বড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে।