তারুণ্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা: প্রধান উপদেষ্টা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
তারুণ্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা: প্রধান উপদেষ্টা
তারুণ্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, “যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখো। তোমাদের সাফল্য যেন শুধু ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না থেকে অন্যদের জন্যও অনুকরণীয় হয়।”

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যই জাতির চালিকাশক্তি। একটি দেশের যুবসমাজ সক্রিয়, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারে না। তিনি উল্লেখ করেন, তরুণরা শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে।

তিনি বলেন, “আমাদের সামনে জনস্বাস্থ্যের সংকট, শিক্ষার ঘাটতি বা পরিবেশগত বিপর্যয়ের মতো চ্যালেঞ্জ আসবে। কিন্তু হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আমি বিশ্বাস করি, এ কাজেও তরুণরা নেতৃত্ব দেবে।”

স্বেচ্ছাসেবাকে আত্ম-উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের আদর্শ মাধ্যম উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে না থেকে সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “আজকের এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়; এটি তোমাদের জন্য আহ্বান— আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আলম।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারুণ্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা: প্রধান উপদেষ্টা

তারুণ্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা: প্রধান উপদেষ্টা
তারুণ্যের শক্তিতেই জাতির অগ্রযাত্রা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, “যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখো। তোমাদের সাফল্য যেন শুধু ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না থেকে অন্যদের জন্যও অনুকরণীয় হয়।”

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যই জাতির চালিকাশক্তি। একটি দেশের যুবসমাজ সক্রিয়, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারে না। তিনি উল্লেখ করেন, তরুণরা শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে।

তিনি বলেন, “আমাদের সামনে জনস্বাস্থ্যের সংকট, শিক্ষার ঘাটতি বা পরিবেশগত বিপর্যয়ের মতো চ্যালেঞ্জ আসবে। কিন্তু হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আমি বিশ্বাস করি, এ কাজেও তরুণরা নেতৃত্ব দেবে।”

স্বেচ্ছাসেবাকে আত্ম-উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের আদর্শ মাধ্যম উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে না থেকে সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “আজকের এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়; এটি তোমাদের জন্য আহ্বান— আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আলম।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত