প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড সানসিল্কের পাকিস্তানি শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। সম্প্রতি নতুন একটি পণ্য বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। সেটির প্রচারণায় আগামীকাল বাংলাদেশে আসবেন হানিয়া।
গতকাল খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, হানিয়ার ভিসা নিয়ে জটিলতা ছিল। গতকাল সেটির সমাধান হয়েছে। ১৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় আসার কথা।
বেশ কয়েক দিন ঢাকায় থাকবেন তিনি।