রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ বুধবার অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সকালের দিকে আর্দ্রতার মাত্রা বেশি থাকার কারণে গুমোট আবহাওয়াও বিরাজ করতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বুধবার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৫ শতাংশ।
সারাদেশে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।