লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী নৌকায় আগুনে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, নৌকায় মোট ৭৫ জন আরোহী ছিলেন এবং বেঁচে যাওয়া ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত মাসেও ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ৬৮ শরণার্থী নিহত হয়েছেন। আইওএমের তথ্য অনুযায়ী, কেবল গত বছরই ভূমধ্যসাগরে ২ হাজার ৪৫২ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
২০১১ সালে গাদ্দাফির পতনের পর লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে।
মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিত নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছে। ইউরোপের দেশগুলো উদ্ধার অভিযান ধাপে ধাপে বন্ধ করায় সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।