সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে পুকুরে ডুবে আলিফ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আলিফ উপজেলার চৌবাড়ি গ্রামের কলেজপাড়া মহল্লার বাসিন্দা।
স্থানীরা জানায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে সাঁতার কাটতে নামে সে। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজি শেষে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
এদিকে হঠাৎ মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সহপাঠী ও প্রতিবেশীরাও এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ।