ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা আসে। এর আগে ফ্রান্স ও পর্তুগালও একই পদক্ষেপের ঘোষণা দেয়।
জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গত বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।
ইসরায়েল এ সিদ্ধান্তকে “সন্ত্রাসকে পুরস্কৃত করা” বলে সমালোচনা করেছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখতে এবং গাজার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।