২২ কোটির চুক্তি, আসিফ নজরুলের তদবিরে পদ হারালেন সচিব

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
২২ কোটির চুক্তি, আসিফ নজরুলের তদবিরে পদ হারালেন সচিব

বিশেষ প্রতিনিধি: দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগকে ঘিরে জনপ্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—২২ কোটি টাকার চুক্তি, ক্ষমতার অপব্যবহার ও প্রভাবশালী মহলের তদবিরের মাধ্যমে এই নিয়োগ চূড়ান্ত হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে সম্প্রতি চট্টগ্রামে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, এ নিয়োগে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি তদবির করেছেন।

বিশ্বস্ত সূত্রের দাবি- চুক্তি অনুযায়ী ২২ কোটি টাকার মধ্যে ৬ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ হয়েছে। এর মধ্যে আসিফ নজরুল পেয়েছেন ৪ কোটি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান পেয়েছেন ২ কোটি টাকা। বাকি ১৬ কোটি টাকা দায়িত্বকালীন সময়ে বিভিন্ন খাত থেকে ‘আয়’ করে দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তালাত মাহমুদেরও নিজস্ব প্রার্থী ছিল। কিন্তু তাদের প্রভাব ও তদবিরকে অগ্রাহ্য করে উপদেষ্টা আসিফ নজরুলের প্রার্থী মোহাম্মদ আব্দুল আউয়ালের নিয়োগ চূড়ান্ত করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নালিশ করেন। এর জের ধরে রোববার সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়। যা প্রশাসনের এই পদকে ডিমোশন হিসেবে ধরা হয়।

এই মোখলেস উর রহমানের বিরুদ্ধে আগে থেকেই ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। এ বিষয়ে ‘দৈনিক কালবেলা’ একসময় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে সেসময় তার দুর্নীতি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলার শীর্ষ পদে নিয়োগ নিয়ে এমন অভিযোগে প্রশাসনের সৎ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, দুর্নীতির শিকড় আরও গভীরে এবং সংশ্লিষ্ট সব মহলকে আইনের আওতায় না আনলে প্রশাসনে স্বচ্ছতা ফিরবে না।

আরও পড়ুন: শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্স আইনজীবীর

জেআই/এএস/এজেডনিউজবিডি

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

২২ কোটির চুক্তি, আসিফ নজরুলের তদবিরে পদ হারালেন সচিব

২২ কোটির চুক্তি, আসিফ নজরুলের তদবিরে পদ হারালেন সচিব

বিশেষ প্রতিনিধি: দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগকে ঘিরে জনপ্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—২২ কোটি টাকার চুক্তি, ক্ষমতার অপব্যবহার ও প্রভাবশালী মহলের তদবিরের মাধ্যমে এই নিয়োগ চূড়ান্ত হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে সম্প্রতি চট্টগ্রামে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, এ নিয়োগে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি তদবির করেছেন।

বিশ্বস্ত সূত্রের দাবি- চুক্তি অনুযায়ী ২২ কোটি টাকার মধ্যে ৬ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ হয়েছে। এর মধ্যে আসিফ নজরুল পেয়েছেন ৪ কোটি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান পেয়েছেন ২ কোটি টাকা। বাকি ১৬ কোটি টাকা দায়িত্বকালীন সময়ে বিভিন্ন খাত থেকে ‘আয়’ করে দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তালাত মাহমুদেরও নিজস্ব প্রার্থী ছিল। কিন্তু তাদের প্রভাব ও তদবিরকে অগ্রাহ্য করে উপদেষ্টা আসিফ নজরুলের প্রার্থী মোহাম্মদ আব্দুল আউয়ালের নিয়োগ চূড়ান্ত করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নালিশ করেন। এর জের ধরে রোববার সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়। যা প্রশাসনের এই পদকে ডিমোশন হিসেবে ধরা হয়।

এই মোখলেস উর রহমানের বিরুদ্ধে আগে থেকেই ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। এ বিষয়ে ‘দৈনিক কালবেলা’ একসময় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে সেসময় তার দুর্নীতি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলার শীর্ষ পদে নিয়োগ নিয়ে এমন অভিযোগে প্রশাসনের সৎ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, দুর্নীতির শিকড় আরও গভীরে এবং সংশ্লিষ্ট সব মহলকে আইনের আওতায় না আনলে প্রশাসনে স্বচ্ছতা ফিরবে না।

আরও পড়ুন: শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্স আইনজীবীর

জেআই/এএস/এজেডনিউজবিডি

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত