ভাঙ্গায় বিক্ষোভ: নিক্সনসহ ৩ জনের বিরুদ্ধে প্রশাসনের মামলা

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ভাঙ্গায় বিক্ষোভ: নিক্সনসহ ৩ জনের বিরুদ্ধে প্রশাসনের মামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙ্গা উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন সরকারি ভবনে ক্ষতি হয়।

ভাঙ্গা উপজেলা প্রশাসন এ ঘটনায় মামলা করেছে। ভাঙ্গা থানায় নথিভুক্ত মামলার এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে। দুই নম্বরে আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া এবং তিন নম্বরে নিক্সনের চাচাতো ভাই, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির চৌধুরীকে।

মামলাটি দায়ের করেছেন ভাঙ্গা উপজেলার সাঁট-মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার। ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, নিক্সন ও মনির চৌধুরীর নির্দেশে আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন মসজিদের মাইক থেকে প্রায় ৮–৯ হাজার মানুষকে সমবেত করা হয়। সকাল সাড়ে ১১টায় তারা ভাঙ্গা গোলচত্বরের বরিশাল স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং হঠাৎ পুলিশে হামলা চালায়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভাঙ্গায় বিক্ষোভ: নিক্সনসহ ৩ জনের বিরুদ্ধে প্রশাসনের মামলা

ভাঙ্গায় বিক্ষোভ: নিক্সনসহ ৩ জনের বিরুদ্ধে প্রশাসনের মামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙ্গা উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন সরকারি ভবনে ক্ষতি হয়।

ভাঙ্গা উপজেলা প্রশাসন এ ঘটনায় মামলা করেছে। ভাঙ্গা থানায় নথিভুক্ত মামলার এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে। দুই নম্বরে আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া এবং তিন নম্বরে নিক্সনের চাচাতো ভাই, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির চৌধুরীকে।

মামলাটি দায়ের করেছেন ভাঙ্গা উপজেলার সাঁট-মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার। ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, নিক্সন ও মনির চৌধুরীর নির্দেশে আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন মসজিদের মাইক থেকে প্রায় ৮–৯ হাজার মানুষকে সমবেত করা হয়। সকাল সাড়ে ১১টায় তারা ভাঙ্গা গোলচত্বরের বরিশাল স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং হঠাৎ পুলিশে হামলা চালায়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত