বিমান ভ্রমণ আরামদায়ক হলেও অনেক সময় ছোট ছোট ভুল আচরণ অন্য যাত্রী কিংবা ক্রুদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেনডেন্ট ও বিশেষজ্ঞদের মতে, ভদ্রতা ও নিরাপত্তার স্বার্থে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
১. ফ্লাইট অ্যাটেনডেন্টকে স্পর্শ নয়
শুধু ডাকলেই তারা সাড়া দেন। স্পর্শ করা অভদ্রতা।
২. বোর্ডিংয়ের পরপরই টয়লেটে যাবেন না
এতে বোর্ডিং প্রক্রিয়া দেরি হয়। আগে ব্যবহার করে নিন।
৩. হাত-পা আইলে ছড়িয়ে রাখবেন না
এতে সার্ভিস ব্যাহত হয়, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।
৪. ল্যান্ডিংয়ের পর দৌড়ে সামনে যাবেন না
সবাই একসাথে নামবে, ধৈর্য ধরুন।
৫. ক্রুর নির্দেশ প্রশ্নবিদ্ধ করবেন না
তারা জরুরি পরিস্থিতির জন্য প্রশিক্ষিত।
৬. অন্যের আর্মরেস্টে পা তুলবেন না
এটি বিরক্তিকর ও অশোভন আচরণ।
৭. খালি পায়ে থাকবেন না
বিমানের মেঝে নোংরা, জীবাণুযুক্ত হতে পারে।
৮. সিট রিক্লাইন করার সময় খেয়াল রাখুন
ধীরে করুন, পেছনে খাবার বা ল্যাপটপ আছে কিনা দেখে নিন