এনসিপিসহ নিবন্ধন পাচ্ছে ছয় নতুন রাজনৈতিক দল

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
এনসিপিসহ নিবন্ধন পাচ্ছে ছয় নতুন রাজনৈতিক দল

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬টি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধনের জন্য যাচাই প্রক্রিয়া শেষ করতে যাচ্ছে। কমিশনের স্বাক্ষর হওয়ার পর এই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে পরিবর্তন-সংযোজন করতে পারে। মূলত চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানায়, ২২টি দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধনের জন্য নথি প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১০টি দলের পুনতদন্ত হবে এবং বাকি ৬টির আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে, ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুটি দল ছাড়া ২০টি দলের শুনানি সম্পন্ন করেছিলেন। এবারের আবেদন আহ্বান ১৪৩টি নতুন রাজনৈতিক দলের কাছ থেকে এসেছে। প্রথম দফায় কোনো দল শর্ত পূরণ না করায় ইসি সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দিয়েছিল। ৮৪টি দল সাড়া দিয়েছে, তবে ৬২টি দল শর্ত পূরণ করতে পারেনি। ফলে বর্তমানে ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।

নিবন্ধনের জন্য আইন অনুযায়ী, দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকা আবশ্যক। এছাড়া কোনো দলের সদস্য সংসদে থাকলে বা আগের নির্বাচনে ৫ শতাংশ ভোট পেলে সেটিকে নিবন্ধনের যোগ্যতা হিসেবে গণ্য করা হয়।

প্রক্রিয়ায় আবেদন প্রাথমিকভাবে যাচাইয়ের পর সরেজমিন তদন্ত করা হয়। এরপর অভিযোগ থাকলে শুনানি শেষে নিষ্পত্তি করা হয়। কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো দল ভোটে প্রার্থী দিতে পারে না।

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দলের নিবন্ধন হলে মোট সংখ্যা হবে ৫৭টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নিবন্ধন প্রথা চালু করা হয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এনসিপিসহ নিবন্ধন পাচ্ছে ছয় নতুন রাজনৈতিক দল

এনসিপিসহ নিবন্ধন পাচ্ছে ছয় নতুন রাজনৈতিক দল

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬টি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধনের জন্য যাচাই প্রক্রিয়া শেষ করতে যাচ্ছে। কমিশনের স্বাক্ষর হওয়ার পর এই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে পরিবর্তন-সংযোজন করতে পারে। মূলত চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানায়, ২২টি দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধনের জন্য নথি প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১০টি দলের পুনতদন্ত হবে এবং বাকি ৬টির আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে, ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুটি দল ছাড়া ২০টি দলের শুনানি সম্পন্ন করেছিলেন। এবারের আবেদন আহ্বান ১৪৩টি নতুন রাজনৈতিক দলের কাছ থেকে এসেছে। প্রথম দফায় কোনো দল শর্ত পূরণ না করায় ইসি সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দিয়েছিল। ৮৪টি দল সাড়া দিয়েছে, তবে ৬২টি দল শর্ত পূরণ করতে পারেনি। ফলে বর্তমানে ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।

নিবন্ধনের জন্য আইন অনুযায়ী, দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকা আবশ্যক। এছাড়া কোনো দলের সদস্য সংসদে থাকলে বা আগের নির্বাচনে ৫ শতাংশ ভোট পেলে সেটিকে নিবন্ধনের যোগ্যতা হিসেবে গণ্য করা হয়।

প্রক্রিয়ায় আবেদন প্রাথমিকভাবে যাচাইয়ের পর সরেজমিন তদন্ত করা হয়। এরপর অভিযোগ থাকলে শুনানি শেষে নিষ্পত্তি করা হয়। কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো দল ভোটে প্রার্থী দিতে পারে না।

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দলের নিবন্ধন হলে মোট সংখ্যা হবে ৫৭টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নিবন্ধন প্রথা চালু করা হয়েছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত