বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া মন্তব্যের কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
আজান ও নামাজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে বক্তৃতা দেওয়ার সময় তিনি জানিয়েছেন, কুরআনের তাফসিরের বাইরে আর কোনো মন্তব্য করবেন না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
মুফতি আমির হামজা বলেন, “সংগঠন থেকে বিতর্কিত ও রাজনৈতিক মন্তব্য না করার পরামর্শ পেয়েছি। মাহফিলে বক্তৃতা দেওয়ার সময় সতর্ক থাকব। কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না।”
যদি তার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, “আগামীতে সতর্ক থাকব।”
মুফতি আমির হামজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী।